• শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন

২০২৩ সালে দুর্ভিক্ষ হতে পারে, সাধ্যমতো উৎপাদন করুন: প্রধানমন্ত্রী

বিবর্তন ডেস্ক / ১৭৩ Time View
Update : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
২০২৩ সালে দুর্ভিক্ষ হতে পারে, সাধ্যমতো উৎপাদন করুন: প্রধানমন্ত্রী
২০২৩ সালে দুর্ভিক্ষ হতে পারে, সাধ্যমতো উৎপাদন করুন: প্রধানমন্ত্রী

আগামী বছর দুর্ভিক্ষ হতে পারে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যা পারেন উৎপাদন করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, “রানী এলিজাবেথের শেষকৃত্যে গিয়ে আমি সবার মুখে শুনেছি, আগামী বছর দুর্ভিক্ষ হতে পারে। তাই যে যা পারেন উৎপাদন করেন। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এ ক্ষেত্রে আমরা সহযোগিতার ব্যবস্থা করেছি।”

বুধবার (১২ অক্টোবর) বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পণ্যের দাম যেমন বেড়েছে, পরিবহন খরচ তেমনই বেড়েছে। তারপরেও কৃষকদের ভর্তুকি বন্ধ করিনি।”

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “কৃষিপণ্য বা খাদ্যপণ্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যে জিনিসটা সবচেয়ে বেশি উৎপাদিত হচ্ছে, আমাদের সেভাবেই সংরক্ষণাগার গড়ে তুলতে হবে। এর জন্য শিল্পাঞ্চলে সংরক্ষণাগার তৈরি করা যেতে পারে। এর জন্য আমি অর্থায়ন করবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!