• শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:২৯ অপরাহ্ন

জেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রসুলের মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক / ২৪৮ Time View
Update : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
জেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রসুলের মতবিনিময়
জেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রসুলের মতবিনিময়

আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল। আজ বুধবার (১২ অক্টোবর) দুপুরে গাংনী প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল বলেন, তৃণমুল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত হবে জেলা পরিষদ চেয়ারম্যান। অন্যান্য নির্বাচনের তুলনায় এবার নির্বাচন হবে একটু ভিন্ন আঙ্গিকে। ইলেক্ট্রনিক ভোটার মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে।

জেলার তিন উপজেলায় তিনটি কেন্দ্র স্থাপন করা হবে এবং প্রতিটি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। ফলে ভোট কারচুপি করার কোন সুযোগ নেই। এবং ভোটারদের ভয় পাওয়া বা সংকোচ প্রকাশের কনো কারন নেই।

এসময় তিনি আরো বলেন, অন্যান্য ভোটে বাংলাদেশ আওয়ামীলী দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিয়েছেন। কিন্তৃু জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিলেও নৌকা প্রতীক দেয়নি ফলে সকলেই জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করতে পারছেন। আমি দলীয় শৃঙখলার মধ্য দিয়েই আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছি। এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরেপেক্ষ হবে এমন প্রত্যাশা রেখে ভোটারদের অভয় দেয়ার জন্য কাউন্সিলিং করার আহবান জানান নির্বাচন কমিশনের প্রতি। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমার বিজয় নিশ্চিত বলেও আশা প্রকাশ করেন তিনি।

মতবিনিময় সভায় গাংনী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি প্রভাষক রমজান আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক, মাই টিভি ও বণিকবার্তার জেলা প্রতিনিধি মাহাবুব আলম, সহসভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি মজনুর রহমান আকাশ, আর টিভি ও খোলা কাগজের জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, বিজয় টিভি ও সময়ের আলো’র জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, বাংলা টিভি ও ঢাকা পোষ্ট এর জেলা প্রতিনিধি আকতারুজ্জামান, এশিয়ান টিভি প্রতিনিধি মিনারুল ইসলাম, দৈনিক লাখো কণ্ঠ প্রতিনিধি রফিকুল আলম বকুল, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাব্বি আহম্মেদসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!