সারা দেশের ন্যায় মেহেরপুরেও ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে একযোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। টিকাকেন্দ্রে অভিভাবকরা স্ব-প্রনোদিত হয়ে উপস্থিত হচ্ছে শিশুদের ভ্যাকসিন দেওয়ার জন্য।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জেলায় ৮২ হাজার শিশূর করোনা টিকার নিবন্ধন করা হয়েছে। পর্যায় ক্রমে সকলেই ভ্যাকসিনের আওতায় আসবে।
মেহেরপুর জেলা সিভিল সার্জন ডাঃ জাওয়েহারুল আনাম সিদ্দিকী জানান, সারা দেশের ন্যায় মেহেরপুরেও ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।
জেলায় ৮২ হাজার শিশুর করোনা ভ্যাকসিনের নিবন্ধন করেছে। পর্যায়ক্রমে সকলেই টিকার আওতায় আসবে।