• সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৪:১৭ অপরাহ্ন

৭ দফা দাবিতে মেহেরপুরে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক / ১৬৪ Time View
Update : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
৭ দফা দাবিতে মেহেরপুরে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন
৭ দফা দাবিতে মেহেরপুরে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

চাকুরিতে ৩০ শতাংশ কোটাসহ সাত দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম, সহ সভাপতি আবু লায়েস লাবলু,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মুজিবনগর উপজেলা কমিটির সভাপতি মোঃ শুকুর আলী, মুক্তিযোদ্ধা কন্যা নূর জাহান প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) মো: আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সহ মুক্তিযোদ্ধার সন্তানরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সন্তানদের আজ অপমান, হয়রানি, লাঞ্ছনা শিকার হতে হচ্ছে। কিন্তু বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অপমান আমরা মেনে নেব না।
বক্তারা আরো বলেন, এই দেশ যদি স্বাধীন না হতো আজকে আমরা পরাধীন হয়ে ধুঁকে ধুঁকে মরতাম। আমাদের মনে রাখতে হবে, মুক্তিযোদ্ধা তারা কোনো দলের নয়। বঙ্গবন্ধুর ডাকে দলমত নির্বিশেষে দেশকে বাঁচাতে জীবন বাজি রেখে সকলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাই আজ দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হয়েছি।
বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধা সন্তানদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো–চাকরিতে ৩০ শতাংশ কোটা সংরক্ষণ, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করা, হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব জায়গায় মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দান ইত্যাদি।
মানবন্ধন পরবর্তীতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!