মেহেরপুর সদর উপজেলার বারাদিতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) সকালের দিকে বারাদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, গাংনী উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে, আনারুল ইসলাম, মৃত আলামিনের ছেলে স্বপন এবং মৃত হাবিবুরের ছেলে অনিম।
স্থানীয়রা জানান, আনারুল, স্বপন ও অনিম মোটরসাইকেলযোগে বাড়ী থেকে মেহেরপুর আসার পথে বারাদী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে ৩ জন আহত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।