বাবার রেখে দেওয়া কোমল পানীয়র বোতলে রাখা কীটনাশক পান করে হাসপাতালে মৃত্যুর সাঙ্গে পাঞ্জা লড়ছে আব্দুল্লাহ(১৫)। শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে তার নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। সে মেহেরপুরের গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের সিরাজুল পোদ্দারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী জানান, আবদুল্লার বাবা কোমল পানীয় বোতলে আগাছানাশক কীটনাশক রেখে দিয়েছিল। আব্দুল্লাহ কমল পানীয় ভেবে পান করে। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সহায়তায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডা.আবির হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পরে ওয়াশ করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত নন। তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।