সুগন্ধি কিনতে ৫টি বিষয় মনে রাখা জরুরি। সুগন্ধি যেমন আমাদের চনমনে রাখে দিনভর, তেমনি প্রকাশ করে ব্যক্তিত্বকেও। ঠকতে না চাইলে এবং ব্যবহারে স্বস্তি চাইলে কেনার আগে কিছু বিষয় বিবেচনা করে তবেই বেছে নেবেন সুগন্ধি।
১। সুগন্ধি কেনার আগে সিদ্ধান্ত নিন সেটা দৈনন্দিন ব্যবহারের জন্য কিনছেন, নাকি জমকালো অনুষ্ঠানে ব্যবহারের জন্য কিনছেন। অফিসে ব্যবহারের জন্য তুলনামূলক আরামদায়ক হালকা সুগন্ধি বেছে নিন। কড়া গন্ধের সুগন্ধি বাছুন যদি পার্টিতে ব্যবহারের জন্য কিনতে চান তাহলে।
২। আবহাওয়ার কথা মাথায় রেখে কিনবেন সুগন্ধি। তীব্র গরমের সময় ফুলের সৌরভযুক্ত সুগন্ধির বদলে বেছে নিন লেবু বা সাইট্রাস সুগন্ধি। এটি আপনাকে গরমেও রাখবে ফ্রেশ।
৩। কোনও সুগন্ধি প্রথমবারের মতো কিনলে প্রথমে রোল অন কিনুন। সেটা ব্যবহারে স্বস্তি পেলে তবেই কিনুন বড় বোতল।
৪। কেনার আগে যাচাই করার জন্য শুধু কবজিতে লাগাবেন না। ঘাড়ের পেছনের অংশে লাগান। জায়গাভেদে বদলে যেতে পারে ঘ্রাণ।
৫। স্প্রে সুগন্ধির চাইতে তরল সুগন্ধি কেনা ভালো। এতে সুবাস দীর্ঘস্থায়ী হয়।