• সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৪:৩৯ অপরাহ্ন

জেলা পরিষদ নির্বাচনে ডিসি-এসপিদের নির্দেশনা ইসির

বিবর্তন ডেস্ক / ১৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
জেলা পরিষদ নির্বাচনে ডিসি-এসপিদের নির্দেশনা ইসির
জেলা পরিষদ নির্বাচনে ডিসি-এসপিদের নির্দেশনা ইসির

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন বা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিপন্থি কোনো কার্যক্রম গ্রহণ করেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয় হবে বলে জানিয়েছে ইসি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬১টি জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম গ্রহণ করছে। এজন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনে কোথাও কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এ সংক্রান্ত খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এসেছে। আচরণবিধি লঙ্ঘন করে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কোথাও কোথাও নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। রঙিন পোস্টার মুদ্রণ করে প্রচার করছে ও পোস্টারে নেতা-নেত্রীর ছবিও ছাপানো হচ্ছে। এছাড়াও রাজনৈতিক কর্মসূচির নামে বিভিন্ন জনসভায় নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।

নির্বাচন কমিশন এসব আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। ইতোমধ্যে বিভিন্ন জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!