মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভৈরব নদীতে অভিযান চালিয়ে ৩০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় মেহেরপুর সদর উপজেলার বন্দর এলাকায় ভৈরব নদীতে থাকা ৫০ ফিটের ৩০ টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভৈরব নদীতে প্রতিনিয়তই চায়না দুয়ারী জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরা হয় এমন অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অন্যদের মধ্যে জেলা মৎস্য অফিসার মোহাম্মদ রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেন, মেহেরপুর সদর থানার এস আই মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৫০ ফিট সাইজের ৩০ টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে নদীর পাড়েই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।