মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর ও পিরোজপুর সড়কের ছটাংগা মাঠের কলার ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পৌছে মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহতের নাম মালেকা খাতুন। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা আজমপুরের নুরুল হকের স্ত্রী।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পাশের একটি ব্যাগ থেকে পাওয়া জুয়েলারী দোকানের ক্যাশমেমো থেকে কিছুটা অনুমান করা হচ্ছে। অনুমানের ভিত্তিতে মিরপুর থানায় খবর দেওয়া হয়েছে। সবকিছু নিশ্চিত হওয়ার পরেই এ ঘটনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।