• সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

বিবর্তন ডেস্ক / ২২৫ Time View
Update : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন মূল্য তালিকায় এক ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা। এ নিয়ে চলতি মাসে তিন দফা কমলো স্বর্ণের দাম।

 

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আজ থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানান বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর সোনা) সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

নতুন ঘোষণা অনুযায়ী, ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা। আগে এই দাম ছিল ৮২ হাজার ৩৪৮। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে এই দাম কার্যকর হবে।

বাজুস জানায়, ২৭ সেপ্টেম্বর থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ৮১ হাজার ২৯৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ৬২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৬ হাজার ৪৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ১৭০ টাকা।

তবে রূপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেট রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রূপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

 

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর সোনার দাম পুনর্নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!