সাবিনাদের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বিবর্তন ডেস্ক:
/ ১৯৯
Time View
Update :
সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
Share
সাবিনাদের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নেপালের বিপক্ষে নারী ফুটবলারদের জয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশের মেয়েদের এই বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে এক বার্তা প্রেরণ করেন। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নেপালের বিপক্ষে মেয়েদের বিজয়ে অভিনন্দন জানিয়ে বার্তা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯ বছর পর বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপ এনে দিলো বাংলাদেশের মেয়েরা। সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৩ মিনিটে সূচনা গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র।
এরপর ৪০তম মিনিটে দারুণ এক শটে গোলকিপারকে পরাস্ত করে হাফ টাইমের আগেই ২-০ ব্যবধান গড়ে দেন কৃষ্ণা রানী সরকার। পরবর্তীতে ৬৯ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠাতে সক্ষম হয় নেপালের আনিতা বাসনেট। এতে ব্যবধান কমলেও শেষ সময়ে কৃষ্ণা রানী সরকারের গোলে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।