• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৯:২৬ অপরাহ্ন

ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির দুর্নীতির মামলার রায় আজ

বিবর্তন ডেস্ক / ৪৬৫ Time View
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ মডেল থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ।

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে আজ এ রায় ঘোষণা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন র্দুনীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ।
এর আগে গত ২৯ মে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরা শেষ হয়। মামলায় সাক্ষী করা হয়ছেলি মোট ২৯ জনকে। তাদের মধ্যে তদন্ত র্কমর্কতা মো. রিয়াজ উদ্দিনসহ ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।

২০২১ সালরে ১৫ ডিসেম্বরে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলা বিচারে আসে।

২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজন সিনহা মো. রাশেদ খানকে এপিবিএন চেকপোস্টে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ দাশ কারাগারে যাওয়ার পর তার অবধৈ সম্পদের খোঁজে তদন্তে নামে দুদক।

ঐ বছরের ২৩ আগস্ট দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

One response to “ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির দুর্নীতির মামলার রায় আজ”

  1. Mark says:

    Thanks for your blog, nice to read. Do not stop.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!