মেহেরপুরের গাংনীতে ফ্রিজে রাখা গরুর মাংস বিক্রির অপরাধে মোহাম্মদ আলী (৩০) নামের এক মাংস বিক্রেতার পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সমস্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন এ জরিমানা আদায় করেন।
মাংস বিক্রেতা মোহাম্মদ আলী চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার আনারুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, গাংনী বাজারের কাথুলী মোড়ে মাংস বিক্রেতা মোহাম্মদ আলী কোন নিয়মের তোয়াক্কা না করেই গতকাল বা পরশুদিনের জবাই করা গরুর উদ্বৃত্ত মাংস ফ্রিজ থেকে নিয়ে এসে বাজারে আজকের মাংস হিসেবে বিক্রয় করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলীসহ সেনা সদস্যরা উপস্থিত হয় এবং মাংস বিক্রেতা তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্বীকার করেন। অভিযোগ প্রামাণীত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা ও মাংস জব্দ করে তা বিনষ্ট করার আদেশ দেয়া হয়।
এসময় গাংনী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর মশিউর রহমানসহ সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।