প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৫:০৯ পি.এম
মুজিবনগরের কেদারগঞ্জ এমবিআর বাজার জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
মুজিবনগর কেদারগঞ্জ এমবিআর বাজার সংলগ্ন জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কেদারগঞ্জ বাজার সাপ্তাহিক হাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামাতের আমির মাওলানা তাজউদ্দিন খান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও এমবিআর বাজার জামে মসজিদ নির্মাণ কমিটির সভাপতি আব্দুল হামিদ।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, আল্লাহর ঘর নির্মাণে সমাজের বিত্তবান মানুষজনকে এগিয়ে আসতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সহযোগিতা করতে হবে। আসুন আমরা সবাই মিলে এই আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করি। এ সময় মসজিদ নির্মাণ কমিটির সভাপতি আব্দুল হামিদ সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি মসজিদ নির্মাণে সকলের কাছে সহযোগিতার আহ্বান জানান এবং যারা সহযোগিতা করতে চান তারা যেন সরাসরি অথবা অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখা সঞ্চয় হিসাব নং-৯৭২৬, অনলাইন নং-০২০০০০৯৪৫৬১৩২ নম্বরে দানের টাকা জমা দেন অথবা আঃ হামিদ (সভাপতি), মোবাঃ ০১৭১৫-৮৪৯৩৮৪ মতিরুল ইসলাম (কোষাধ্যক্ষ), ০১৭২১-৭১৭৯৭৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও কেদারগঞ্জ এমবিআর বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কেদারগঞ্জ এমবিআর বাজার কমিটির সদস্যবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।
এ সময় মসজিদের নির্মাণ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া ও সাহায্য প্রার্থনা করা হয়।
Copyright © 2025 bibartanbangla.com. All rights reserved.