বিএনপি-জামায়াতের নৈরাজ্য, সহিংসতার ঘটনার প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জুলাই) বিকেলে গাংনীতে এ কর্মসুচী বাস্তবায়ন করা হয়।
বিকেলে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বাজারের রেজাউল চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিত সমাবেশে বক্তব্য রাখেন এমপি সাহিদুজ্জামান খোকন।
বক্তব্যে তিনি বরেন, শেখ হাসিনা ডাক দিয়েছেন আমাদের ঘরে থাকার সময় নেই। শুধু ফোনে খবর শুনলেই হবে না কেন্দ্রের নেতারা কি বলছে খেয়াল রাখবেন। আপনার পাশে বসে বিএনপির নেতাকর্মী আপনাদের ধুয়ে দিচ্ছে। আপনারা কি বসে থাকবেন ?
তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি সব সময় ওৎ পেতে আছে। তাদেরকে আপনি যতই ছাড় দেন না কেন তারা সুযোগ পেলেই ছোবল মারবে। তাই তাদেরকে আর কোন অপকর্মের ছাড় দেওয়া যাবে না। দাঁতভাঙ্গা জবাবের মাধ্যমে প্রমাণ করতে হবে স্বাধীনতার স্বপক্ষের শক্তির মানুষ এখনও শক্ত আছে।